
তৎকাল টিকিট (Tatkal Ticket) বুকিংয়ে বড়সড় বদল আনল ভারতীয় রেল। বুকিং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার জন্য এবং যাত্রীদের সুবিধার্থে আধার ই-অথেনটিকেশন বাধ্যতামূলক করল ভারতীয় রেল। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনটাই ঘোষণা করেন। যার মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বা বুকিং প্রক্রিয়ায় এআই-এর ব্যবহার অনেকটাই আটকানো যাবে বলে মনে করছে ভারতীয় রেল। আসলে আগে বেআইনিভাবে তৎকাল টিকিট নিমেশের মধ্যেই বুক করতে পারতেন এজেন্টরা। যার ফলে অধিকাংশ সাধারণ যাত্রীরা চাইলেও টিকিট বুক করতে পারতেন না। কিন্তু এবার সেই সমস্যার অনেকটাই সমাধান করল ভারতীয় রেল।
আধারের মাধ্যমে কীভাবে সম্ভব তৎকাল টিকিট বুকিং?
আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এই প্রক্রিয়া। আধার কার্ড থাকলেই আইআরসিটিসি ওয়েবসাইট ও অ্যাপ থেকে সহজে করা যাবে তৎকাল বুকিং। ওটিপি বেসড আধার ভেরিফিকেশন শুরু হবে আগামী ১৫ জুলাই থেকে। অর্থাৎ আধার নম্বর ছাড়া নিজে থেকে তৎকাল টিকিট বুক করা যাবে না। তবে আধার কার্ড না থাকলেও পিআরএস এবং লাইসেন্সপ্রাপ্ত বুকিং এজেন্টদের থেকে টিকিট বুক করতে পারবেন।
কীভাবে বুকিং এজেন্টদের থেকে টিকিট বুক করবেন?
এই পদ্ধতি শুরু হবে আগামী ১৫ জুলাই থেকে। এক্ষেত্রে পিআরএস বা বুকিং এজেন্টরা টিকিট বুক করতে গেলে আগে যাত্রীদের ফোনে একটি ওটিপি যাবে। সেটি যাচাই করলেই হয়ে যাবে টিকিট বুকিং। তবে সাধারণ যাত্রীদের আগে সুবিধা দেওয়ার জন্য তৎকাল বুকিং প্রক্রিয়া শুরু হলেও এসি কোচের ক্ষেত্রে ১০টা থেকে সাড়ে ১০টা এবং নন এসির ক্ষেত্রে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এজেন্টরা কোনও বুকিং করতে পারবেন না।