Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
7 hours ago

Padma Awards 2021: নারায়ন দেবনাথ থেকে সুজিত চট্টোপাধ্যায়, পদ্মশ্রী পেলেন ৭ বাঙালি

Videos Sarmita Bhattacharjee | Jan 26, 2021 02:11 PM IST
A+
A-

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে চলতি বছরের ১১৯ জন পদ্ম পুরস্কার প্রাপকের নাম (Padma Awards 2021) ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই তালিকায় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের পাশাপাশি রয়েছেন প্রয়াত সংগীত শিল্পী এসপি বালা সুব্রমণিয়াম। এই তালিকার সাতজন পাচ্ছেন পদ্মবিভূষণ, ১০জন পদ্মভূষণ। আর ১০২ জন পাচ্ছেন পদ্মশ্রী। উল্লেখ্য, এই পদ্ম পুরস্কার প্রাপকের তালিকার মধ্যে মহিলার সংখ্যা ২৯ এবং বিদেশি ও প্রবাসী ভারতীয় মিলিয়ে রয়েছেন ১০ জন। ১৬ জনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে। একজন রূপান্তরিতও পাচ্ছেন পদ্ম পুরস্কার। শিনজো আবে যখন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের সঙ্গে জাপানের সম্পর্কে এক অন্য মাত্রায় পৌঁছেছিল। তাই সেই সম্পর্কের স্বীকৃতি স্বরূপ শিনজো আবেও পদ্মবিভূষণ পাচ্ছেন।

RELATED VIDEOS