Satya Nadella, Sundar Pichai (Twitter)

নতুন দিল্লি, ২৬ জানুয়ারি:  এবার পদ্ম সম্মানে ভূষিত সিলিকন ভ্যালির দুই ভারতীয় সুন্দর পিচাই ও সত্য নাদেল্লা। মঙ্গলবার ভারত সরকার মাইক্রোসফট সিইও তথা চেয়ারম্যান সত্য নাদেল্লা ও গুগল সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ সমান ঘোষণা করে (Padma Awards 2022)। ভারতরত্ন পদ্মবিভূষণ, পরে  দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান এই পদ্মভূষণ। ১৯৭২- এর ১০ জুন চেন্নাইতে জন্ম হয় সুন্দর পিচাইয়ের। খড়গপুর আইআইটি থেকে ডিগ্রি অর্জন করেন তিনি। আরও পড়ুন- Republic Day 2022: সাধারণতন্ত্র দিবসে রইল বলিউডের ৭ দেশাত্মবোধক সংলাপ, যা দেশপ্রেম জাগায়

উল্লেখ্য, একইসঙ্গে এই সম্মানে ভূষিত করা হচ্ছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, টাটা গোষ্ঠীর চেয়ারপার্সন থাকা নটরাজন চন্দ্রশেখরণকেও। জেনারেল বিপিন রাওয়তকে দেওয়া হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ (মরণোত্তর)। একইসঙ্গে এই সম্মান দেওয়া হচ্ছে গত বছরই প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহকেও। প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ।