Advertisement
 
সোমবার, ডিসেম্বর 08, 2025
সর্বশেষ গল্প
8 days ago

Man Saves Cobra In A Well: কুয়োর মধ্যে গোখরো, উদ্ধারে ঝাঁপ গ্রামবাসীর

ভাইরাল Sarmita Bhattacharjee | Feb 17, 2021 05:12 PM IST
A+
A-

কুয়োর মধ্যে হাবুডুবু খাচ্ছিল গোখরো, সেটিকে বাঁচাতে কুয়োতে ঝাঁপ দেয় এক ব্যক্তি। দেড় মিনিটের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সাপটি কুয়োর জলের মধ্যে পড়ে গিয়ে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সাপের অবস্থা দেখেই জলের মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তাকে বাঁচানোর চেষ্টা শুরু করে এই ব্যক্তি। জলের মধ্যে দ্রুতবেগে সাপটি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ায় উদ্ধারকারী ব্যক্তিকে বেশ কিছুটা বেগ পেতে হয়। কুয়োর উপরে থাকা প্রত্যক্ষদর্শীদের সহায়তায় কোনওমতে সাপটির লেজের অংশটা ধরে উপরে নিয়ে আসা হয় সেটিকে। এরপর গোখরো সাপটিকে প্লাস্টিকের ভিতর ভরে নিয়ে জঙ্গলের ভিতরে রেখে আসার প্রস্তুতি নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সাপ উদ্ধারের এই ছবিটি। কেউ বাহবা দিলেও কেউ কেউ আবার লিখেছেন, নিজের জীবনের ঝুঁকি নেওয়ার কী এতটা প্রয়োজন ছিল?

RELATED VIDEOS