সামনেই বিহারে বিধানলভা নির্বাচন। সেই কারণে এখন থেকেই রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার গয়াতে রাজনৈতিক প্রচার সাড়লেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসাদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই সফরে তিনি মহিলাদের নিয়ে একটি আলোচনা সভা করেন তিনি। যাতে যোগ দেন মহিলা কংগ্রেস সমর্থকরা। এই অনুষ্ঠানে বিহারের মহিলারা কী কী সমস্যায় পড়ছেন, কোন কোন সরকারী সুবিধা পাচ্ছেন, এই নিয়েই আলোচনা হয়। সেখানেই রিয়া পাসোয়ান নামে এক তরুণীর বক্তব্য ভাইরাল হয়। রিয়া পাসোয়ান বিহারে প্যাড গার্ল নামে পরিচিত।

স্যানিটারি প্যাড নিয়ে লড়াই করেছিলেন রিয়া

তিনি এদিন বলেন, রাহুল গান্ধীই তাঁকে রাজনীতিতে আসার অনুপ্ররেণা দিয়েছেন। রিয়া পাটনবার কাছে এটি বস্তি এলাকার বাসিন্দা। আর দীর্ঘদিন ধরে ওই এলাকায় তিনি সমাজসেবা করে আসছেন। তরুণীর দাবি ছিল ওই এলাকার স্থানীয় প্রশাসন যাতে বিনামূল্যে স্যানিটারি প্যাড দান করেন। এই নিয়ে স্থানীয় প্রশাসন তাঁকে ধমক দেয়, আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই সেই আধিকারিক ক্ষমা চান। এই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁর নাম হয় প্যাড গার্ল।

দেখুন ভিডিয়ো

রাহুলের মতো অবিবাহিত থাকতে চান রিয়া

রিয়া পাসোয়ান বলেছেন, তিনি রাজনীতিতে কখনই আসতে চাননি। কিন্তু রাহুল গান্ধীকে দেখে, তাঁর বক্তব্য শুনে রিয়া অনুপ্রাণিত হন। এমনকী তিনি সেই কারণেই রাহুলের মতো কোনও বিয়ে করতে চান না। এবং তিনি কংগ্রেসের কর্মী হিসেবে কাজ করবেন।