টানা ছয়দিন জেলবন্দি থাকার পর অবশেষে ছাড়া পেলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli Case)। গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে অন্তবর্তী জামিন পান তিনি। তারপর আজ দুপুরে জেল থেকে ছাড়া পান শর্মিষ্ঠা। তাঁকে নিয়ে যেতে আগে থেকেই জেলের সামনে অপেক্ষা করছিলেন বাবা-মা। অবশেষে জেল থেকে বেরোতেই সোজা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে চলে যান তিনি। এদিন শর্মিষ্ঠা অবশ্য জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হননি।

বেলাগাম মন্তব্য করে গ্রেফতার হন শর্মিষ্ঠা পানোলি

অপারেশন সিঁদুর সমর্থনে মন্তব্য করতে গিয়ে মহাবিপাকে পড়েছিলেন শর্মিষ্ঠা পানোলি। মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ভিডিয়ো পোষ্ট করেছিলেন এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। যার ফলে গুরগাঁওতে তাঁর বা্ড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় এনে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়।

দেখুন ভিডিয়ো

জামিন পেয়েছিলেন শর্মিষ্ঠা পানোলি

এই গ্রেফতারি নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছিল সবমহলে। অনেকে দাবি করছিলেন যে তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। যদিও কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে স্পষ্ট করে দেয় যে তাঁরা আইনি ভাবেই গ্রেফতার করেছে। কিন্তু সেটা কলকাতা হাইকোর্টকে বোঝাতে ব্যর্থ হন তাঁরা। যে কারণে গতকাল শর্মিষ্ঠার অন্তবর্তী জামিন মঞ্জুর করে হাইকোর্ট