
দিল্লি, ৪ জুন: প্রথম সারির জইশ-ই-মহম্মদ নেতা (Top JeM Terrorist) মৌলনা আবদুল আজ়িজ়ের দেহ মিলল পাকিস্তানে (Pakistan)। ভারতকে (India) হুমকি দেওয়ার পর একমাস কাটতে না কাটতেই মৌলনা আবদুল আজ়িজ়ের (JeM Terrorist Maulana Abdul Aziz) মৃতদেহ উদ্ধার করা হয়। পাকিস্তানের ভাওয়ালপুর (Bahawalpur) থেকে উদ্ধার হয় আজ়িজ়ের দেহ। কে বা কারা মৌলনা আবদুল আজ়িজ়কে খতম করে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আজ়িজ় যেভাবে ভারতকে হুমকি দেয়, সেই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতে শুরু করে।
পাকিস্তানে দাঁড়িয়ে প্রথম সারির এই জইশ নেতাকে বলতে শোনা যায়, 'সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছে, আমেরিকার শক্তি ক্ষয় হয়েছে। এবার হিন্দুস্থানের পালা। নরেন্দ্র মোদীর চোখের সামনে থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে নেওয়া হবে।' আবদুল আজ়িজ়ের ওই হুমকির কয়েকদিনের মধ্যেই তার দেহ এবার উদ্ধার করা হল পাকিস্তানের ভাওয়ালপুর থেকে। ভারতকে হুমকি দিয়ে বেশিদিন সময় যায়নি। আবদুল আজ়িজ়কে খতম করে অজ্ঞাত পরিচয়ের কোনও ব্যক্তি।
জইশের কুখ্যাত জঙ্গি খতম...
Top Jaish-e-Mohammed militant Maulana Abdul Aziz was found dead in Pakistan's Bahawalpur region.
Abdul Aziz had threatened to break India into pieces just like #SovietUnion .Merely a week after making that threat, he met his end.
The destruction of India’s enemies is inevitable. pic.twitter.com/rrgaAziyGi
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) June 4, 2025
রিপোর্টে প্রকাশ, আজ়িজের মৃতদেহ তুলে নিয়ে যায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। জইশের সদর দফতর অর্থাৎ ভাওয়ালপুরের মারকাজ়েই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রসঙ্গত মারকাজ় হল সেই জায়গা, যেখানে অপারেশন সিঁদূরের দরুণ ভারতীয় সেনা ধ্বংসলীলা চালায়। মারকাজ়ে জইশ-ই-মহম্মদের যে আস্তানা ছিল, তা গুঁড়িয়ে দিয়েছে ভারত। এবার সেই ভাওয়ালপুরে ঢুকেই অজ্ঞাত পরিচয়ের কোনও ব্যক্তি আবদুল আজ়িজ়কে হত্যা করে বলে রিপোর্টে প্রকাশ।