
দিল্লি, ৪ জুন: অপারেশন সিঁদূরে (Operation Sindoor) ঠিক কতগুলি পাক যুদ্ধ বিমানকে (Pakistani Aircraft Were Destroyed) গুলি করে নামানো হয়েছে? এমন প্রশ্নের উত্তর কিছুটা সামনে এল। রিপোর্টে প্রকাশ, অপারেশন সিঁদূরে পরপর ৯টি পাকিস্তানি (Pakistan) যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে ভারত। পাকিস্তানের একটি গোপণ নথি প্রকাশ্যে এসেছে। সেই নথি থেকেই এই তথ্য প্রকাশ পয়েছে। সূত্রের তরফে মিলছে এমন খবর। ৯টি যুদ্ধ বিমানের পাশাপাশি পাক ক্রুজ মিসাইল, ইউএভিকেও ধ্বংস করেছে ভারত। অপারেশন সিঁদূরের পর প্রায় একমাস কাটতেই এবার এমন গোপণ তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।
আরও পড়ুন: Operation Sindoor: কীভাবে তৈরি হল 'অপারেশন সিঁদুর'-এর লোগো? নেপথ্যে কাদের মগজাস্ত্র? সামনে এল সবটা
অপারেশন সিঁদূরের পর যে পাক যুদ্ধ বিমানগুলি ভারতের দিক ধেয়ে আসতে শুরু করে, সেগুলিকে গুলি করে নামানো হয়। অর্থাৎ পাক যুদ্ধ বিমান ভারতের দিকে মুখ করে ওড়ার সময়ই সেগুলিকে গুলিতে করে নামানো হয়। এমন পরপর ৯টি পাকিস্তানি যুদ্ধ বিমান নিস্ক্রিয় করা হয় ভারতের তরফে। যার মধ্যে পরপর ৬টি পাক বিমানকে গুলি করে মাটিতে নামিয়েছে ভারত।
অপারেশন সিঁদূরের পর ভারতকে (India) রক্ষার দায়িত্ব ছিল সুদর্শন চক্রের উপর। সেই সুদর্শন চক্রের ৩০০ কিলোমিটার আসতেই, পাক যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয় বলে জানা যায়।
২২ এপ্রিল পহেলগামে (Pahalgam Terror Attack) হামলা চালায় জঙ্গিরা। পরপর ২৬ জন নীরিহ পর্যটকের প্রাণ নেয় পাকিস্তানি জঙ্গিরা। পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে যেমন কূটনৈতিক সম্পর্ক সমস্ত বয়কট করা হয়, সিন্ধু চুক্তি স্থগিত করা হয়, তেমনি শুরু হয় অপারেশন সিঁদূর। যে অপারেশনে পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। ২২ মিনিটের অপারেশনে পরপর ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা।
অপারেশন সিঁদূরের পর ভারতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। ভারতের সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সমস্ত ড্রোন, যুদ্ধ বিমানকে আকাশেই ধ্বংস করতে শুরু করে।
ভারতের সুদর্শন চক্র ছারখার করে দিল ৯ পাকিস্তানি যুদ্ধ বিমানকে, অপারেশন সিদূঁর যেন ভয়ঙ্কর হয়ে ওঠে ইসলামাবাদের কাছে, সূত্র