Operation Sindoor (Photo Credit: X)

নয়াদিল্লিঃ শুরু থেকেই 'অপারেশন সিঁদুর(Operation Sindoor)'-এর নাম এবং লোগো মনে গেঁথে গিয়েছিল ভারতবাসীর। কালো কার্ডের উপর লাল অক্ষরে জ্বলজ্বল করছিল 'অপারেশন সিঁদুর। সঙ্গে ছিল সিঁদুরের গুঁড়োর ব্যবহার। এই লোগো যে এক গভীর অর্থ বহন করে তা বুঝতে খুব বেশি সময় লাগেনি কারও। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক প্রশংসা পায় এই লোগো। এখনও পর্যন্ত প্রায় ৯ কোটি মানুষ এক্স হ্যান্ডলে 'অপারেশন সিদুর'-এর লোগোটি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে প্রায় ৫১ কোটি মানুষ এই লোগোটিকে লাইক করেছেন। ১৪০ কোটির বেশি লাভ রিয়াক্ট পেয়েছে এই লোগো। কিন্তু 'অপারেশন সিঁদুর'-এর এই নজর কাড়া লোগোর নেপথ্যে রয়েছে কাদের মগজাস্ত্র? সামনে এল সবটা।

কীভাবে ডিজাইন করা হয়েছিল অপারেশন সিঁদুরের লোগো?

জানা গিয়েছে, 'অপারেশন সিদুর'-এর লোগোটি ডিজাইন করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং। ভাবনা থেকে পুরো বিষয়টি বাস্তবায়নে সময় লেগেছিল মাত্র ৪৫ মিনিট। তবে এই অভিযানের নাম ঠিক করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর লোগোর ভাবনা ছিল দুই সেনা অফিসারের। এই লোগোকে সামনে রেখেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রায় ৯ টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই হামলায় ধূলিসাৎ হয়ে যায় মুরাক্কায় লস্কর-ই-তৈবা, বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনর সদর দফতর-সহ একাধিক জঙ্গি ঘাঁটি।

কীভাবে তৈরি হল 'অপারেশন সিঁদুর'-এর লোগো?