RCB In Bengaluru (Photo Credit: X/Screengrab)

বেঙ্গালুরু, ৪ জুন: আরসিবি (RCB) বেঙ্গালুরুতে (Bengaluru) পৌঁছতেই দলকে নিয়ে উচ্ছ্বাস শুরু হয়। আরসিবি বেঙ্গালুরুতে হাজির হলে স্টেডিয়াম বদলে যায়। স্থির চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) হবে অনুষ্ঠান। সেই অনুযায়ী বিরাট কোহলিদের দল চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে যায়। তারপর থেকেই শুরু হয় তূড়ান্ত বিশৃঙ্খলা। মানুষের গায়ে মানুষ পড়তে শুরু করে। চিন্নাস্বামী স্টেডিয়ামে বয়ে যায় জনস্রোত। স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়া হয়। তারপরই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত পদপিষ্ট (Stampede) হওয়ার ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কিছু। আহতদের কাধে তুলে মানুষকে ছুটতে দেখা যায়। এসব ভিডিয়ো যখন প্রকাশ্যে আসছে, সেই সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় ঠেকাতে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়। যা নিয়েও শুরু হয় জোরদার সমালোচনা। একের পর এক মানুষের মৃত্যুর কথা ভুলে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হয়। আরসিবির জয় উদযাপন করা হয়।

আরও পড়ুন: M Chinnaswamy Stadium: বেঙ্গালুরুর চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট ৭, মানুষ তাড়াতে লাঠিচার্জ পুলিশের, মৃত্যুর কথা ভুলে চলল অনুষ্ঠান দেখুন ভিডিয়ো

এরপরই দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB Team) অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করতে। মানুষ কীভাবে তাঁদের ভালবাসায় ভরিয়েছেন, সেই কথা বলতে শোনা যায়। আরসিবির এক্স হ্যান্ডেলের ভিডিয়ো দেখে বেশ কিছু মানুষ ক্ষেপে যান।

আরসিবি ভিডিয়ো পোস্ট করতেই বয়ে যায় কটাক্ষের বন্যা...

 

আরসিবি লজ্জা থাকা উচিত বলে কেউ মন্তব্য করেন ওই ভিডিয়োর (Video) নীচে। কেউ বলতে শুরু করেন, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তাও এত বড় করে উদযাপন করা হচ্ছে। কেউ কেউ মন্তব্য করেন, মৃতদেহের উপর বসে উদযাপন বন্ধ করুন। সবকিছু মিলিয়ে আরসিবির এই উদযাপন নিয়ে জোরদার কটাক্ষে ভরে যায় সোশ্যাল মিডিয়া।