জাতীয় উদ্যানের (National Park) বাইরে কোন মন্দিরে কিংবা জঙ্গলের মধ্যে রাস্তা পারাপার করতে দেখা যায় হাতিদের। কিন্তু শপিং মলের মধ্যে হাতি দেখেছেন কখনও। থাইল্যান্ডের (Thailand) খাও ইয়াই এলাকায় একটি শপিং মলের মধ্যে ঢুকে পড়ল মস্ত দাঁতাল। শপিং মলের বিক্রেতা থেকে শুরু করে ক্রেতা এমন দৃশ্য দেখে সকলেই হতবাক। চিৎকার চেঁচামেচি শুরু করেন সকলে। হট্টগল বেঁধে যায় শপিং মলের মধ্যে।
জানা যাচ্ছে, খাও ইয়াই জাতীয় উদ্যান (Khao Yai National Park) থেকে বেরিয়ে কাছের ওই শপিং মলে প্রবেশ করে হাতিটি। বছর ২৩-এর ওই গজার নাম প্লাই বিয়াং লেক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। শপিং মলের ছাদের দেওয়ালের সঙ্গে একাবারে পিঠ থেকে গিয়েছে হাতির। নড়তে বেশ অসুবিধাই হচ্ছে তার। শুঁড় দিয়ে বিভিন্ন খাবারের প্যাকেট নিয়ে করছে টানাটানি। তবে জাতীয় উদ্যান ছেড়ে শপিং মলের মধ্যে হাতির প্রবেশ তার ক্ষুধার্ত থাকার কারণে নাকি একই অঞ্চলে থেকে একঘেয়েমি তৈরি হওয়ার কারণে তা এখনও স্পষ্ট নয়।
জাতীয় উদ্যান থেকে বেরিয়ে শপিং মলে হাতি
View this post on Instagram
তবে সাধারণত হাতি হোক কিংবা অন্য কোন বন্যপ্রাণী জঙ্গল ছেড়ে লোকালয়ে আসে খাবারের সন্ধানেই। এ ক্ষেত্রেও তেমন কিছুই ঘটেছে বলেই মনে করা হচ্ছে। থাইল্যান্ডের স্থানীয় সময় সোমবার দুপুর ৩ টের দিকে জঙ্গলের অপ্রত্যাশিত অতিথির দোকানে ঢুকে পড়ার ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে।