অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি (Sharmishta Panoli Case)। অপারেশন সিঁদুরের সমর্থনে মন্তব্য করতে গিয়ে মুসলিম সম্প্রদায়কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন তিনি। এই মন্তব্যের জেরে তাঁকে গুরগাঁও থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু বুধবার কলকাতা হাইকোর্ট তাঁর অন্তবর্তী জামিন মঞ্জুর করে। যদিও এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিরোধীতার চেষ্টা করেন, কিন্তু তাতে বিশেষ লা্ভ হয়নি। মেয়ের জামিনের পর স্বস্তিতে তাঁর বাবা-মা। তবে জামিন পেলেও বিদেশে ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সেই কারণে তাঁর পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শর্মিষ্ঠা পানোলির জামিন নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া

যদিও শর্মিষ্ঠার জামিন নিয়ে এদিকে শাসক দল বিশেষ খুশি নন। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, আদালতের রায় নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। এটা আদালতের বিষয়। আর আদালতের রায়কে সকলেই সম্মান জানাই। তবে প্ররোচনা বা বিদ্বেষমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে এরকমই কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই বার্তা দেওয়ার প্রয়োজন ছিল, এটাই মূল বিষয়। আদালত কী রায় দিয়েছে, সেই নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই।

শর্মিষ্ঠা পানোলির জামিন

প্রসঙ্গত, গত ২৯ মে মধ্যরাতে গুরগাঁওতে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে শর্মিষ্ঠা পানোলিকে। গ্রেফতারির পর আলিপুর আদালতে পেশ করা হলে ১৩ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেয় বিচারপতি। তারপরেই হাইকোর্টে জামিনের দাবিতে আবেদন করেন শর্মিষ্ঠার আইনজীবী। সেই মামলায় ১০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।