প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথ হয়ে ওঠে উত্তাল, ঘটনার চরম নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন মমতা। কেন্দ্রের 'অসংবেদনশীল মনোভাব'-র জন্যই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি মমতা ব্যানার্জির। দুপুর ১২টা থেকে কৃষকদের ট্রাক্টর মিছিল-সহ অন্যান্য কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল নির্দিষ্ট কিছু রুটে। তবে সেসমস্ত নির্দেশের তোয়াক্কা না করেই ময়দানে নামেন কৃষকেরা, প্রশ্ন উঠেছে দিল্লি পুলিশের দক্ষতা নিয়েও। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার ২৬ জানুয়ারি রাতেই বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী, উপদ্রুত এলাকায় ১৫ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়। দু'মাসেরও বেশি সময় কৃষকেরা প্রতিবাদ দেখাচ্ছেন; তাদের বিক্ষোভকে খুবই হালকাভাবে নিয়েছে কেন্দ্র, দাবি মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রীর কথায়, "দিল্লির রাজপথে যা হয়েছে, সেটা ভয়ঙ্কর এবং অত্যন্ত কষ্টের। এর জন্য দায়ী কৃষক ভাই-বোনেদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল মনোভাব ও উদাসীনতা।"