
বিগত কয়েকদিনে দিল্লি (Delhi) থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করেছে পুলিশ। এরমধ্যে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা থেকেই কয়েকশো বাংলাদেশিদের আটক করা হয়েছিল। অবশেষে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ শুরু করল দিল্লি পুলিশ। শুক্রবার ৯৭ জনকে নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁদের মধ্যে পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুও রয়েছে। এরা সকলেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ একাধিক সীমান্ত এলাকা থেকে এদেশে প্রবেশ করেছিল। তারপর দিল্লির বিভিন্ন এলাকায় বসবাস করা শুরু করে।
দেশে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা
গতবছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই এদেশে বেড়েছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। কেন্দ্র সরকারের নির্দেশে সেই সময় থেকেই শুরু হয়েছিল ধরপাকড়। এদের মধ্যে অনেকেই বেশ কয়েকবছর ধরে ভারতে রয়েছেন কিংবা বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হওয়ার পর এদেশে এসেছেন। এরমধ্যে পহেলগামে জঙ্গি হামলার পর থেকে ধরপাকড় আরও জোড়ালো ভাবে বেড়ে যায়।
জারি রয়েছে তল্লাশি অভিযান
এখনও পর্যন্ত দিল্লি থেকে কমপক্ষে ২ হাজার জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে অধিকাংশকেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শনিবার আটক হওয়া বাংলাদেশিদের আরকে পুরমে অবস্থিত এফআরআরও অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই শুরু হয় তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া। এদিকে এখনও দিল্লি পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে চালিয়ে যাচ্ছে তল্লাশি অভিযান