প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ খোদ রাজধানীর (Capital) বুকে শিউড়ে ওঠার মতো ঘটনা। বন্ধ স্যুটকেস থেকে উদ্ধার ৯ বছরের নাবালিকার দেহ। যৌন নির্যাতন কওরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব দিল্লির দয়ালপুর থানা এলাকার নেহেরু বিহারে। পুলিশ সূত্রে খবর, শনিবার এক আত্নীয়ের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হয় ওই নাবালিকা। তাদের ফ্ল্যাটের পিছনেই সেই আত্মীয়ের বাড়ি। বাড়ি থেকে বেরনোর ২ ঘণ্টা কেটে গেলেও আত্মীয়ের বাড়ি গিয়ে না পৌঁছনোয় দুশ্চিন্তায় পড়ে পরিবার।

রাজধানীর বুকে নারকীয় ঘটনা, স্যুটকেস থেকে উদ্ধার নাবালিকার দেহ

মেয়েকে খুঁজতে রাস্তায় বের হন বাবা। স্থানীয় একজন জানান, ওই নাবালিকাকে ফ্ল্যাটের অন্য এক প্রান্তে দেখা গিয়েছে। সেখানে পৌঁছন বাবা। সেখানের একটি বন্ধ ফ্ল্যাট থেকে কিছু আওয়াজ কানে আসে তাঁর। এরপর কয়েকজন লোক নিয়ে ফ্ল্যাটের দরপজা ভেঙে ঢুকে দেখেন মেঝেতে একটি স্যুটকেস রাখা। সেই স্যুটকেসটি খুলতেই কান্নায় ভেঙে পড়েন বাবা। সেই স্যুটকেসের মধ্যে উপুড় হয়ে শোয়ানো আদরের মেয়েকে। যৌনাঙ্গ ভেসে যাচ্ছে রক্তে। শরীর জুড়ে ক্ষতের দাগ। খবর দেওয়া হয় পুলিশে। নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশের অনুমান, পৈশাচিক অত্যাচারের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ইতিমধ্যেই পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে তা নিয়ে ধোঁয়াশায় পরিবার।

 স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার নাবালিকার ক্ষতবিক্ষত দেহ, পৈশাচিক অত্যাচারের পর খুন বলে অনুমান পুলিশের