Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

কাকভোরে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লির (Delhi) আরকে পুরম এলাকায়। ঝড়ের কারণে উপড়ে যায় একটি গাছ। আর সেই গাছের ডালে ছিঁড়ে যায় ইলেকট্রিক তার। ওই তাঁরের কারণে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হল ২ যুবকের। সেই সঙ্গে একটি পথকুকুরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর থমথমে রয়েছে এলাকা।

বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত ২

জানা যাচ্ছে, এদিন সকাল ৪টে ২৯ নাগাদ সেক্টর ১-এর আরকে পুরম এলাকার পিসিআরে ফোন করেন সুনীল নামে এক ব্যক্তি। তাঁর থেকে খবর মেয়ে বিবেকানন্দ মার্গে গিয়ে পুলিশ দেখে রাস্তার ধারে একটি খাবারের স্টলের সামনে পড়ে রয়েছে দুটি অগ্নিদ্বগ্ধ দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ওই এলাকায় একটি খাবারের দোকানে কাজ করত রবীন্দ্র (৩০) এবং ভরত (২৫) নামে দুই যুবক। প্রতিদিনের মতো এদিনও কাজ সেরে খাবারের স্টলের সামনে ঘুমোচ্ছিল দুজনে।

পুলিশ শুরু করেছে তদন্ত

রবিবার ভোররাত থেকেই দিল্লিতে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। এরমাঝেই আচমকা এলাকার একটি বড় গাছ ভেঙে পড়ে ইলেকট্রিক খুঁটির তারের ওপর। আর সেখানেই একটি তার ছিঁড়ে এসে পড়ে স্টলের ওপর। আর তাতেই বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হয় রবীন্দ্র ও ভরতের। সেই সঙ্গে ঘুমন্ত এক সারমেয়রও মৃত্যু হয়। থানায় ফোন করে খবর দেন দোকানের মালিকই। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।