Amit Shah (Photo Credit: ANI/X)

Amit Shah: আগামী বছর পশ্চিমবঙ্গ, অসমের মত তামিলনাড়ু (Tamil Nadu)-তেও বিধানসভা নির্বাচন (Assembly Elections 2026)। আর তামিলনাড়ুতে ভোটপ্রচারের প্রস্তুতি নিয়ে জোরকদমে নেমে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অঘোষিত 'নম্বর টু'অমিত শাহ। বাংলার মত তামিলনাডু়তেও প্রথমবার বিজেপি সরকার গড়তে মরিয়া শাহ। তামিলনাড়ুতে জোর করে হিন্দি চাপানোর অভিযোগে কোণঠাসা বিজেপিকে অক্সিজেন দিতে এদিন ভাষার আবেগেই জোর দিলেন শাহ। তামিলকে দেশের শ্রেষ্ঠ ভাষার মর্যাদাও দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার মাদুরাইয়ে এক সভায় অমিত শাহ বললেন, " তামিলনাড়ুতে আমি আমার সব দলীয় কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি তাঁদের সঙ্গে ভারতের সবচেয়ে মহান ভাষা তামিলে কথা বলতে পারি না।" তামিলভূমে জোর করে হিন্দি চাপানোর অভিযোগে বিজেপি যে চাপে আছে, তা এদিন শাহ-র কথাতেই ধরা পড়ল। বাংলায় মমতার মত, তামিলনাড়ুতে স্ট্যালিনকেও একই সুরে বিঁধলেন শাহ। কিন্তু বাংলা ভাষায় তিনি কথা বলতে পারেন না এমন কোনও আক্ষেপ শাহ-র মুখে শোনা যায়নি। কিন্তু এদিন ভাষা বিতর্কে জেরবার তামিলনাড়ুতে তামিলে কথা বলতে না পারা নিয়ে আক্ষেপ শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়।

আমি দিল্লিতে থাকলেও কানটা তামিলনাড়ুতেই থাকে: অমিত শাহ

ভোটপ্রচারে মাদুরাইয়ে শাহ এদিন বলেন, " আমি দিল্লিতে থাকি ঠিক, কিন্তু আমার কান সব সময় তামিলনাড়ুতে থাকে। এমকে স্ট্য়ালিন বলেন, অমিত শাহ কোনওদিন DMK-কে হারাতে পারবে না। হ্যাঁ, উনি একদম ঠিক বলেন। আমি নয়, তামিলনাড়ুর মানুষরাই আপনাকে, আপনার দলকে হারাবে। 2026 সালে তামিলনাডুতে বিজেপি-এআইএডিএমকে-র সরকার গঠিত হবে।" প্রসঙ্গত, তিক্ততা ভুলে আবার দক্ষিণের এই রাজ্যে জোট বেঁধেছে বিজেপি ও তামিলনাডু়। লোকসভা ভোটে খালি হাতে পেরার পর রাজ্য সভাপতির পদ থেকে আন্নামালাইকে সরিয়ে আনা হয়েছে নয়নার নগেন্দ্রন-কে। ২০২১ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র ৪টি আসনে জিতেছিল। তামিলনাডু় ২৩৬ আসনের বিধানসভায় রাজ্যের শাসক দল ডিএমকে-র আছে ১৩৩টি আসন।

দেখুন তামিল নিয়ে কী বললেন শাহ

মমতার মত স্ট্যালিনকেও হারাতে মরিয়া পদ্মশিবির

লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না হওয়ার হতাশা ঝেরে, মহারাষ্ট্র, হরিয়ানার পর দিল্লিতেও দারুণভাবে জিতে নরেন্দ্র মোদীর বিজেপি আবার পুরনো ফর্মে। তবে একের পর এক নির্বাচনী সাফল্যের মাঝেও বিজেপির সবচেয়ে বড় কাঁটা দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে আর কোথাও নেই বিজেপির সরকার। এবার তাই স্ট্যালিন গড়ে জিততে মরিয়া। বাংলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের মতই তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের কাছে বারবার আটকে যাচ্ছে পদ্ম শিবির। বিজেপির মিশন ২৬-এ তাই মমতা আর স্ট্য়ালিনকে হারানো।