
দেশে ক্রমশ বাড়ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। যাঁদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। পশ্চিমবঙ্গ, অসম ত্রিপুরার পাশাপাশি গুজরাট, মুম্বই, দিল্লির (Delhi) বিভিন্ন এলাকা থেকে আটক করা হচ্ছে তাঁদের। যদিও এখনও সেই প্রক্রিয়া জারি রয়েছে। এরমধ্যেই বুধবার ১৩৪ জন বাংলাদেশি জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ। রাজ্যে দক্ষিণ জেলার একাধিক বস্তি এলাকা থেকে আটক করা হয়েছে এই অনুপ্রবেশকারীদের। যার মধ্যে ৩৮ জন মহিলা ও ৪৩ জন শিশুও রয়েছে। এর আগেও দিল্লির বিভিন্ন এলাকা থেকে আটক হওয়া ৯৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল।
১৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হল
জানা যাচ্ছে, এই ১৩৪ জন বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন ধরে এদেশে ভুয়ো নথিপত্র নিয়ে লুকিয়ে বসবাস করছিল। সম্প্রতি এই অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের সময় এরা গ্রেফতার হয়। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ভুয়ো ভোটার ও আধার কার্ড। জেরার মাঝে তাঁরা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করে। অধিকাংশরাই রুটিরুজির দায়ে এদেশে চোরাপথে প্রবেশ করেছিল। অনেকেই এখানে পরিবার নিয়ে এসে বসবাস শুরু করে।
দেশে বেড়েছে অবৈধ বাংলাদেশিদের আনাগোনা
প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর থেকেই এদেশে বেড়ে ওঠে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। এরা মূলত ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যগুলি দিয়ে এদেশে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে গিয়ে গা ঢাকা দিত। পাকিস্তানের সঙ্গে অশান্তি হওয়ার পর থেকেই অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু করার নির্দেশ দেয় ভারত সরকার। এখনও পর্যন্ত গোটা দেশে কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।