Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
4 minutes ago

Madan Mitra Releases Music Video | WB Assembly Election 2021: ভোটের গানে কেন্দ্রকে বিঁধলেন মদন মিত্র

Videos Sarmita Bhattacharjee | Feb 09, 2021 05:31 PM IST
A+
A-

Madan Mitra Releases Music Video In Bengali: নির্বাচনের দামামা বেজে গিয়েছে বঙ্গে; দেওয়াল লিখন, ফেসবুক পোস্টের পাশাপাশি এবার গান দিয়েও চলছে ভোটের প্রচার। বাংলার নির্বাচনী প্রচারের সময় গান বাঁধলেন মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এবং রাজীব ব্যানার্জিকে (Rajib Banerjee) আক্রমণ করেন গানের মধ্যে দিয়ে। 'কুমড়ো' নিয়ে শিবির বদলকারীদের বিঁধলেন গানের কথায় কথায়। গানের মধ্যে দিয়ে কৃষক বিক্ষোভ নিয়েও আক্রমণ করতে ছাড়লেন না মদন মিত্র। একুশের বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি-সহ আরও একাধিক ব্যক্তিত্বরা। নির্বাচনের আগে দলবদল করে যারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাদের সকলকেই গানের মধ্যে দিয়ে আক্রমণ করেন মদন মিত্র। দলবদলের স্রোতে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন যারা, তাদেরকে কুমড়ো, মুলো, ঢ্যাঁড়শের সঙ্গে তুলনা করলেন মদন মিত্র (Madan Mitra)।

RELATED VIDEOS