Madan Mitra On Bhangar Clash: ISF কর্মী-সমর্থকদের সঙ্গে অশান্তির ঘটনায় আরাবুলের পাশেই মদন, কী বললেন তৃণমূল বিধায়ক!
Photo Credits: ANI

কলকাতা: শুক্রবার ভাঙড়ে (Bhangar) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) ও তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল মারামারি (Clash) হয়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

এর জের গিয়ে পৌঁছয় খোদ কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। সেখানেও কলকাতা পুলিশের সঙ্গে একপ্রস্থ খণ্ডযুদ্ধ হয় নওশাদ সিদ্দিকি ও তাঁর দলের সদস্যদের। নওশাদকে রীতিমতো টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গ্রেফতার করে পুলিশ। রবিবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একপ্রকার আইএসএফ কর্মী-সমর্থকদের উপরেই দোষ চাপালেন কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্র (Madan Mitra)।

এপ্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, "এই বিষয়ে পুলিশ (Police) তদন্ত করছে (investigating)। খুব তাড়াতাড়ি এটা প্রমাণ হয়ে যাবে যে কারা গণ্ডগোল শুরু করেছিল। তৃণমূল কংগ্রেস শান্তি (peace) চায়, কখনও দাঙ্গা (riots) বা অশান্তিতে বিশ্বাস (believe) করে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা বদল চাই, বদলা নয় (we want change, not revenge)।"