Suvendu Adhikari (Photo Credits: ANI)

কলকাতাঃ গতবার বক্তব্যের মাঝে মাইক বন্ধ করার অভিযোগ তুলে বৈঠক ছেড়ে মাঝপথে বেড়িয়ে এসেছিলেন। আর এবার দিল্লিতে (Delhi) আয়োজিত নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog meeting 2025)যোগই দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লিতে এই বৈঠকে হাজির ছিলেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কিন্তু ফাঁকা পড়ে থাকল মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার। আর এবার মমতার নীতি আয়োগ বৈঠক বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর, কোন ইস্যুতে খোঁচা?

রবিবার সংবাদ সংস্থা এএনআইকে শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত গোটা বাংলার হার। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সুসম্পর্ক গড়ার সুযোগ হারালেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হয়নি। বাংলা একটা দেউলিয়া রাজ্যে পরিণত হয়েছে। নিজের রাগ, জেদকে বড় করে না দেখে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কথা ভাবতে পারতেন।" মমতার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, "নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি কার্যত পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিল। মানুষের কাছে ভুল বার্তা গেল।"

মমতার নীতি আয়োগ বৈঠক বয়কট সিদ্ধান্তে কটাক্ষ বিজেপির