Close
Advertisement
 
শনিবার, ফেব্রুয়ারি 22, 2025
সর্বশেষ গল্প
21 minutes ago

J P Nadda In West Bengal: লক্ষ্য 'সোনার বাংলা', নির্বাচনী প্রচারে এসে জুট শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ নাড্ডার

Videos Sarmita Bhattacharjee | Feb 25, 2021 05:09 PM IST
A+
A-

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন ঘুরে দেখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এরপর সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি। ট্রাস্টির সদস্যদের সঙ্গে বার্তালাপের পর তিনি বলেন, সোনার বাংলা গড়াই আমাদের মূল লক্ষ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম গান ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম অনুপ্রেরণা। এরপর সকলকে ধন্যবাদ দিয়ে তিনি গৌরিপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবনাথ যাদবের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। জেপি নাড্ডার সম্মানে আদতে বিহারের আরা জেলার আদি বাসিন্দা দেবনাত যাদবের বাড়িতে পাঁচজনের পাত পড়তে চলেছে। পৌঁছেও গেছেন তিনি। চলছে অভ্যার্থনার পালা। গোটা পথটাই ফুল দিয়ে সাজানো হয়েছে।

RELATED VIDEOS