
নয়াদিল্লিঃ দিকে দিকে যখন 'অপারেশন সিঁদুর(Operation Sindoor)'-এর জয়জয়কার। আর এই আবহে এবার বায়ুসেনার এই 'প্রিসিশন স্ট্রাইক' নিয়ে গান বাঁধল ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার 'অপারেশন সিঁদুর' নিয়ে তৈরি গান প্রকাশ করল বিজেপি। এই গানের নাম 'নিশানি দেখো, এই নিশানি।' বিজেপির ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ পেয়েছে এই গান। মুহূর্তে ভাইরাল হয়েছে গানটি। ভারতীয় সেনাকে উৎসর্গ করে এই গান বাঁধা হয়েছে বলে জানানো হয়েছে বিজেপির তরফে। সেই সঙ্গে এই গানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করা হয়েছে। গানের লাইনে তুরস্ক এবং চীনা ড্রোনের ব্যর্থতাকে ব্যঙ্গও করা হয়েছে। এই গানটি গেয়েছেন বিজেপি সাংসদ এবং জনপ্রিয় গায়ক মনোজ তিওয়ারি। সুরও দিয়েছেন তিনি।
ভারতীয় সেনার কৃতিত্বকে বিশেষ সম্মান জানাল বিজেপি
এই গানের প্রথম কয়েকটি লাইনের বাংলা তর্জমা করলে দাঁড়ায় , "৩০ লক্ষ সৈনিকের পিছনে,১৫০ কোটি হিন্দুস্তানি,মেপে নেবো যখন ইচ্ছা,শত্রুতে কতটা জল আছে।" শুধু সেনাবাহিনীর সম্মান নয়, এই গানের মাধ্যমে প্রত্যেক জাতীয়তাবাদে বিশ্বাসী ভারতীয়কে সম্মান জানানো হয়েছে। তবে এই গানের প্রতিটি লাইনে ভারতীয় সেনার কৃতিত্ব ও দৃঢ়তাঁকে তুলে ধরা হয়েছে। এই গানের ভিডিয়োতেঁ কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহের ঝলকও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে বিজেপির এই গান।
'নিশানি দেখো' এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে গান বাঁধল বিজেপি
"Tumne Kiya Hai Shuru...": BJP Releases Song On Operation Sindoor https://t.co/s0qa8bhtyz
— NDTV News feed (@ndtvfeed) May 19, 2025