Himanta Biswa Sarma, Gaurav Gogoi (Photo Credit: NAI/X)

গুয়াহাটি, ২৮ মে: হিমন্ত শর্মার (Himanta Biswa Sarma) প্রবল প্রতিপক্ষ গৌরব গগৈকে সামনে এনেছে কংগ্রেস। অসমের বিধানসভা ভোটের এক বছর আগে গৌরব গগৈকে যখন অসম প্রদেশ কংগ্রেসের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে, তার কয়েক ঘণ্টার মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফে এমন মন্তব্য করা হল, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'গৌরব গগৈ (Gaurav Gogoi ) পাকিস্তানের একজন এজেন্ট। প্রকাশ্যেই তিনি পাকিস্তানের এজেন্ট।' তাই অসমের কোনও মানুষ চাইবেন না পাকিস্তানের কোনও এজেন্টকে। এভাবেই অসমের প্রদেশ কংগ্রেস নেতাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।

দেখুন কী বললেন হিমন্ত বিশ্বশর্মা...

 

প্রসঙ্গত ২০২২ সালে অসমে মুখ্যমন্ত্রীর পদে বসেন হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গৌরব গগৈকে কার্যত লিখিত শত্রু হিসেবে ঘোষণা করেছেন বিজেপি নেতা হিমন্ত। অসমে কান পাতলে শোনা যায়, গগৈ পরিবারের জন্যই মুখ্যমন্ত্রী আগে হতে পারেননি হিমন্ত বিশ্বশর্মা। আর সেই কারণেই তিনি কংগ্রেস ছেড়ে পদ্ম ফুলের ছাতার নীচে আসেন এবং মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা পান।

আরও পড়ুন: Gaurav Gogoi: ভোটের আগে হিমন্তর প্রবল প্রতিপক্ষ গৌরব গগৈকে অসমের সভাপতি করল কংগ্রেস

আগামী বছর বিধানসভা নির্বাচনে যাতে কংগ্রেস যাতে ভাল ফল করতে পারে, তার চেষ্টা আগে থেকেই শুরু করেছেন রাহুল গান্ধী। অসমে ফের কংগ্রেসকে ফেরাতে তাই রাহুল ঘনিষ্ঠ গৌরব গগৈ-এর উপরই বেশি নির্ভর করছে কংগ্রেস শিবির।