Close
Advertisement
 
সোমবার, ডিসেম্বর 16, 2024
সর্বশেষ গল্প
58 minutes ago

IAF Fights Forest Fire In Dzukou Valley: বিধ্বংসী আগুন কোহিমার জুকো উপত্যকায়, আগুন নিয়ন্ত্রণে ভারতীয় বায়ুসেনা

ভারত Sarmita Bhattacharjee | Jan 04, 2021 05:25 PM IST
A+
A-

দাউদাউ আগুনে জ্বলছে কোহিমার জুকো ভ্যালি, দাবানলে ছাড়খাড় নাগাল্যান্ড এবং মণিপুর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেণ সিংকে ফোন করে সাহায্যের সমস্ত আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের তরফে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। “দ্রুত এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।” টুইট করে জানান মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেণ সিং। পরিস্থিতি সামাল দিতে ময়দানে এনডিআরএফ এবং ভারতীয় বায়ুসেনা। নাগাল্যান্ড ও মণিপুরের পাহাড়ের মাঝে অবস্থিত জুকো উপত্যকা, তীব্র আগুনের বেগে সেই ভ্যালিই পুড়ে ছাই। আগুন নিয়ন্ত্রণের কেন্দ্রের তরফে এনডিআরএফের দল পাঠানো হয়েছে, ঘটনাস্থলে এসে পৌঁছেছে বায়ুসেনার চারটি এমআই-১৭ ভি হেলিকপ্টার। মণিপুরের একটি উপত্যকা থেকে জল সংগ্রহ করে তীব্র এই আগুন নেভানোর চেষ্টা করছে ভারতীয় বায়ুসেনা।

RELATED VIDEOS