বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভূমিধসের ঘটনা ঘটছে। বিশেষ করে অসম (Assam), মেঘালয়, ত্রিপুরা সহ একাধিক জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। এরমধ্যেই অসমে ফের ঘটল ভূমিধসের ঘটনা। জানা যাচ্ছে, গুয়াহাটির রূপনগর এলাকায় ভূমিধসের কারণে জনবসতির মধ্যে এসে পড়ল পাথরের চাঁই। পাথরের নিচে চাপা পড়ল দুটি বাড়ি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে একজন স্থানীয় বাসিন্দা। তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী দল।

পাহাড়ের চাঁই এসে পড়ে বাড়িতে

জানা যাচ্ছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে আসে। তারপরই স্থানীয় দুটি বাড়িকে চাপা দিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এনডিআরএফ আধিকারিক ও কর্মীরা। এমনকি ডগ স্কোয়াডও আনা হয়ছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। যদিও আটকে থাকা ব্যক্তির শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

দেখুন ভিডিয়ো

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে

এনডিআরএফ আধিকারিক পঙ্কক কে-এর বলেন, “আমরা জানি ওই ব্যক্তি কোথায় আটকে রয়েছে, ইতিমধ্যেই পাথর কাটার কাজ শুরু হয়েছে। আটকে থাকা ব্যক্তি ৪-৫ ফুট গভীরে রয়েোছে। ফলে পাথর কাটার পাশাপাশি আশেপাশের এলাকাও গর্ত করা হচ্ছে। ঘন্টাদেড়েক সময়ের মধ্যে আশা করা যাচ্ছে আহত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে”।