Flood In Northeast (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৩ জুন: বন্যায় ভাসছে উত্তরপূর্বের রাজ্যগুলি (Northeast Flood)। সিকিম (Sikkim)থেকে অসম (Assam) কিংবা মণিপুর (Manipur), উত্তরপূর্বের একাধিক রাজ্যে বন্যায় ভাসতে শুরু করেছে। যার জেরে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর মিলছে। বৃষ্টি, বন্যায় ৫.৫ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বন্যার ( Heavy Rain) কবলে যে সমস্ত মৃত্যুর খবর মিলছে, তার মধ্যে অসমে প্রাণ গিয়েছে ১১ জনের। অরুণাচল প্রদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এসবের পাশাপাশি মেঘালয়ে ৬ জন, মিজ়োরামে ৫ জন, সিকিমে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ত্রিপুরাতেও এক জনের মৃত্যুর খবর মিলছে। সবকিছু মিলিয়ে একটানা বৃষ্টিতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে ক্রমাগত পরিস্থিতি খারাপ হচ্ছে।

উত্তরপূর্বের রাজ্যেগুলি যেভাবে বন্যায় (Flood) ভেসে যাচ্ছে, তাতে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসুন। দলের কর্মকর্তারা যতটা পারেন সাধারণ মানুষকে সাহায্য করুন বলে আবেদন জানানো হয় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার তরফে।

দেখুন ভয়াবহ পরিস্থিতি বন্যায়...

 

একের পর এক ভয়াবহ ভিডিয়ো সামনে আসছে...

 

আরও পড়ুন: Heavy Rain In Assam: ভাঙল ১৩২ বছরের রেকর্ড, আগাম বর্ষার বৃষ্টিতে লণ্ডভণ্ড অসম

এদিকে উত্তরপূর্বের বন্যা পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে শুরু করায় মোদী সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, উত্তরপূর্বের রাজ্যগুলি যেভাবে বন্যায় ভেসে যাচ্ছে, তা নরেন্দ্র মোদী সরকার নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে সেখানকার মানুষ দুরাবস্থায় পড়েছেন বলে কটাক্ষ করেন খাড়গে।

বন্যায় অসমের পরিস্থিতি

একটানা বৃষ্টিতে অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে অসমে ৫.৩৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ। মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে ১১-তে। ইতিমধ্যেই বন্যায় অসমের ২২টি জেলা ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সরকার কাজ শুরু করেছে জোর কদমে। বন্যা পরিস্থিতিতে অসমের মানুষের পাশে দাঁড়াতে সবদিক থেকে কাজ করছে সে রাজ্যের সরকার।

বন্যায় সিকিমের পরিস্থিতি

বন্যার জেরে সিকিমের পরিস্থিতিও খারাপ হচ্ছে। বন্যার জেরে সিকিমে ইতিমধ্যেই ৩ সেনা কর্মীর মৃত্যুর খবর মিলেছে। সিকিমের মঙ্গন জেলায় যেভাবে বৃষ্টি হচ্ছে এবং ধ্বস নামছে, তার জেরে ওই রাজ্যের পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে।

বন্যায় মণিপুরের পরিস্থিতি

বৃষ্টি, বন্যার জেরে মণিপুরের পরিস্থিতিও খারাপ হচ্ছে। ইতিমধ্যেই মণিপুরে ১৯ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। এসডিআরএফ, এনডিআরএফ, অসম রাইফেলস কাজ শুরু করেছে মণিপুরে বন্যা পরিস্থিততে।

বন্যায় অরুণাচলের পরিস্থিতি

বন্যায় অরুণচল প্রদেশের পরিস্থিতিও খারাপ হচ্ছে। ইতিমধ্যেই অরুণাচলে ১০ জনের মৃত্যু হয়েছে। অরুণাচলে যেভাবে বর্ষা ঢুকে পড়েছে আগে, তার জেরেই এক নাগাড়ে বর্ষণে ভাসতে শুরু করেছে উত্তরপূর্বের এই রাজ্য।