নয়াদিল্লিঃ আগাম বর্ষার বৃষ্টিতে (Monsoon)বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত (North East India)। জলের তলায় অসম (Assam), মিজোরাম-সহ একাধিক রাজ্য। গত চব্বিশ ঘণ্টায় শুধুমাত্র অসমের শিলচরেই ৮১৫.৮ মিমি। যা ভেঙেছে ১৩২ বছরের রেকর্ড। লাগাতার বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের জেরে অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ মিলিয়ে গত দু'দিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলের তলায় অসম। জলমগ্ন অসমের ১৯ টি জেলা। ক্ষতিগ্রস্ত ৩.৬ লক্ষ মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে ডিব্রুগড়, নিমাতিঘাট-সহ একাধিক নদী। ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
উত্তর পূর্ব ভারতে দুর্যোগ অব্যাহত, অসমের বৃষ্টি ভাঙল ১৩২ বছরের রেকর্ড
অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমও। বৃষ্টির সঙ্গে ভূমিধস, যার জেরে কার্যত লণ্ডভণ্ড সিকিম। আটকে পড়েছেন ১২০০ পর্যটক। দুর্যোগের জেরে তিস্তা নদীতে পড়ে গিয়েছে পর্যটক বোঝাই গাড়ি। নিখোঁজ ৮ পর্যটক। ভয়াবহ পরিস্থিতি মণিপুরেরও। বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯ হাজারের বেশি মানুষ। অবিরাম বৃষ্টিতে ভিজছে মেঘালয়। গত ২৮ মে থেকে ১ জুন পাঁচদিনে মেঘালয়েও রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জি ও মৌসিনরামে যথাক্রমে ৭৯৬ মিমি এবং ৭৭৪.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। মেঘালয়ের বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। জলের তলায় মেঘালয়ের ১০ টি জেলা। ক্ষতিগ্রস্ত ১০ হাজারের বেশি মানুষ।
ভাঙল ১৩২ বছরের রেকর্ড, আগাম বর্ষার বৃষ্টিতে লণ্ডভণ্ড অসম
132-Year Record Broken: Assam's Silchar Records Highest Rainfall In A Dayhttps://t.co/zOm84TsgKj pic.twitter.com/B9rTMZ3Bg5
— NDTV (@ndtv) June 2, 2025