১০ দফা বৈঠকের শেষেও রফাসূত্র মিলল না, দেড় বছরের জন্য কেন্দ্রের কৃষি আইন স্থগিত করার প্রস্তাব খারিজ করে দিল কৃষি সংগঠনগুলি। ২১ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে সংযুক্ত কিষান মোর্চা এই সিদ্ধান্তের কথা জানায়। এর জেরে কৃষি আইন এবং কৃষক আন্দোলনের ভবিষ্যত নিয়ে অচলাবস্থা বজায় রইল। দশম দফার বৈঠকে কৃষি আইন দেড় বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল কৃষকদের সামনে। কেন্দ্রের এই প্রস্তাব পেয়ে তৎক্ষণাৎ কোনও মন্তব্য করেনি কৃষক সংগঠনের নেতারা, ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিক্রিয়া জানানোর জন্য সময় চেয়ে নিয়েছিল তাঁরা। অবশেষে সাংবাদিক বৈঠক করে কৃষকদের প্রস্তাব ফিরিয়ে দেয় তাঁরা, আইন সম্পূর্ণ প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যথাযথ আইন তৈরি না হলে তাঁরা আন্দোলনে অনড় থাকবেন। নবম দফার বৈঠকের শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছিলেন, কৃষি আইন দেড় বছরের জন্য মুলতুবি করার প্রস্তাব তুলে ধরা হয়েছে কৃষক সংগঠনগুলির সামনে।