
বকরি ঈদের দিন দিল্লির (Delhi) দয়ালপুর থানা এলাকার মুস্তাফাবাদ এলাকায় ঘটেছে ধর্ষণের ঘটনা। ধর্ষণের শিকার হয়েছেন ৯ বছরের এক নাবালিকা। শনিবার রাতে অভিযুক্তের ফ্ল্যাট থেকে একটি সুটকেসের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকঘন্টা। কিন্তু তারপরেও এখনও পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই নির্যাতিতার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, পুলিশ দায়সাড়া ভাবে ঘটনার তদন্ত করছে। এই অভিযোগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে এলাকা।
গ্রেফতার অভিযুক্তের দাদা
ইতিমধ্যেই নির্যাতিতার বাড়ির সামনে জমায়েত হয়েছেন বহু মানুষ। এদিন দুপুরের দিকে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। যদিও পুলিশ এসে তাঁদের আশ্বস্ত করে অবরোধ তুলে দেন। ইতিমধ্যেই অভিযুক্তের দাদাকে আটক করেছেন পুলিশ। জানা যাচ্ছে, ধৃত ব্যক্তির এলাকার মধ্যেই একটি বিরায়ানির দোকান রয়েছে এবং ঘটনার সময় তাঁকে ফ্ল্যাটের আশেপাশে ঘুরতেও দেখা গিয়েছিল। তাঁকে জেরা করে অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
দিল্লিতে নাবালিকা ধর্ষণকাণ্ড
পুলিশসূত্রে খবর, গতকাল বকরি ঈদের উপলক্ষে উৎসবে মজেছিল নাবালিকার পরিবার। সন্ধ্যের দিকে নাবালিকা তাঁর দিদার ঘরে যায়। যা নিজেদের বাড়ি থেকে ঢিল ছোড়া দুরত্বেই ছিল। কিন্তু দু’ঘন্টা পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফিরলে শুরু হয় দুঃশ্চিন্তা। দুই বাড়ির লোকই খোঁজাখুজি শুরু করলে এলাকারই আরেকটি নাবালিকা বলে যে তাঁকে স্থানীয় এক যুবকের সঙ্গে দেখা গিয়েছিল। এরপর সেই যুবকের ফ্ল্যাটে গেলে সামনে থেকে তালা ঝোলানো দেখতে পায় পরিবারের লোকজনেরা। তখন নাবালিকার বাবা তালা ভেঙে ঘরে ঢুকে সুটকেস থেকে তাঁর দেহ উদ্ধার করে।