Severe Heatwave (Photo Credit: X)

দিল্লি, ১১ জুন:  প্রচণ্ড গরমে পুড়ছে দিল্লি (Delhi)। ভয়াবহ তাপে রাজধানী শহরে শহরে শুরু হয়েছে তাপপ্রবাহ (Heatwave)। আরও বেশ কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে দিল্লিতে। ফলে আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)। প্রচণ্ড গরমে আবহাওয়ার যে পরিবর্তন, তার জেরে দিল্লিতে প্রথমে কমলা সতর্কতা জারি করা হয়। পরে তা বদলে লাল সতর্কতায় পালটে ফেলা হয় আবহাওয়া দফতরের (IMD) তরফে। বৃহস্পতিবার পর্যন্ত এই লাল সতর্কতা দিল্লি জুড়ে চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার ২টোয় দিল্লির আবহাওয়া দফতরের তরফে বুলেটিন বা খবর প্রকাশ করা হয়। সেখানে জানানো হগয়, বৃহস্পতিবার পর্যন্ত তীব্র দাবদাহে দিল্লি-সহ গোটা এনসিআর পুড়বে। তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে সতর্ক করা হয়েছে। দিল্লি এনসিআরে যেমন তাপমাত্রা বাড়বে, তেমনি রাজধানী শহরের (National Capital) আরও বেশ কিছু জায়গায় হু হু করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেই সমস্ত জায়গায় ৪৬ ডিগ্রিতে তাপ পৌঁছে যেতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: Weather Forecast Of Bengal: মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অস্বস্তিকর গরম, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর

দিল্লিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে

বৃষ্টির কোনও লক্ষণ এই মুহূর্তে দিল্লিতে নেই। ফলে সফদরগঞ্জ এলাকায় আজ তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আয়ানগরের তাপমাত্রা ৪৫.৫। এই দুই জায়গার তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় বেশি বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।