কর্মব্যস্ত সপ্তাহের দ্বিতীয় দিনে আবারও অস্বস্তিকর গরমে দুর্ভোগে শহরবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে মঙ্গলবার। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে গরম বেশি অনুভূত হবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হাঁসফাঁস পরিস্থিতি থাকবে।
তবে সপ্তাহের মাঝামাঝি খানিকটা স্বস্তি দিতে পারে ঝড়-বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় বিশেষত ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড় পরিবর্তন আসছে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও আলিপুরদুয়ারে। এছাড়া ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মালদহ ও দুই দিনাজপুর জেলায় আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টি কম থাকায় তাপমাত্রা বাড়বে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে গরম কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।