Delhi Heatwave. (Photo Credits: X)

Delhi Weather: চলতি বছর এপ্রিল, মে মাসে দিল্লি (Delhi)-তে সেই রেকর্ড গরমটা পড়েনি। বরং গত ১৫ বছরের মধ্য়ে তুলনায় ঠান্ডা মে এবার পেয়েছে দিল্লিবাসী। এপ্রিলের শেষের ১০-১২টা দিনও গরমের সেই তীব্রতা একেবারেই ছিল না দেশের রাজধানী শহরে। কিন্তু চলতি জুনে গরম কাকে বলে তা দেখছে দিল্লি। আজ, সোমবার দিল্লির বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সকালের পর থেকে আর বাইরে বের হওয়া যাচ্ছে না। অনেকেই রোদে কিছুক্ষণ থাকলে অসুস্থ হয়ে পড়ছেন। গতকাল, রবিবার দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে ছিল। আজ, সোমবার সেই গরমটা আরও বাড়ল। তাপপ্রবাহের কবলে পড়ে দিশাহারা অবস্থা রাজধানীবাসীর।

এদিন,দিল্লির আয়া নগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস, রিজে ৪৪.৯, পালামে ৪৪.৩, সফদরজঙে ৪৩.৪, লোধি রোডে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে গরমে কাহিল দিল্লি। আরও পড়ুন- রেল দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ, মুম্বইয়ের লোকাল ট্রেনে বসানো হবে স্বয়ংক্রিয় দরজা

আগামী তিনদিন দিল্লি ও সংলগ্ন অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে ঘোরাফেরা করবে।