
মুম্বই, ৯ জুনঃ প্রাণ যায় যাক, কিন্তু তাও ট্রেন ছাড়া যাবে না। গন্তব্যে পৌঁছনোর জন্যে ট্রেনে বাদুড়ঝোলা ভিড়ও মঞ্জুর যাত্রীদের। আর যাত্রীদের এই মনোভাবই মুম্বইয়ে সাংঘাতিক অঘটন ঘটিয়েছে (Mumbra Local Train Mishap)। সোমবার উপচে পড়া ভিড় লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রীর। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। মুম্বইয়ের এই ঘটনার জেরে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় রেল। যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এবার লোকাল ট্রেনে স্বয়ংক্রিয় (অটোমেটিক) দরজা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
কেন্দ্রীয় রেলের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের লোকাল ট্রেনগুলোতে স্বয়ংক্রিয় দরজা লাগানো হবে। স্বয়ংক্রিয় বা অটোমেটিক দরজা থাকলে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী ট্রেনে উঠতে পারবেন না। নির্দিষ্ট সংখ্যক যাত্রী ট্রেনে উঠলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ট্রেনের দরজা। ফলে ঝুলে ঝুলে ট্রেনে যাত্রা করার কোনরকম ঝুঁকি রইল না। ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনার সম্ভাবনা কমাতে এই প্রচেষ্টা নিচ্ছে রেল।
সোমবার, ৯ জুন দিবা-মুম্ব্রা স্টেশন সংলগ্ন এলাকার উপর দিয়ে যাওয়ার সময়ে ভিড়ে ট্রেন থেকে পড়ে যান কয়েকজন যাত্রী। ট্রেনের কামরায় অতিরিক্ত যাত্রী উঠে পড়েছিলেন বলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলেই আশঙ্কা করা হচ্ছে।