Close
Advertisement
 
শুক্রবার, নভেম্বর 08, 2024
সর্বশেষ গল্প
2 hours ago

Farmers’ Protest: কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিরোধী নেতাদের

ভারত Sarmita Bhattacharjee | Dec 10, 2020 01:01 PM IST
A+
A-

৯ ডিসেম্বর বিরোধী দলের নেতা-নেত্রীরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে, তিন কৃষি আইন বাতিলের প্রতিবাদে সরব হন সকলে। কংগ্রস নেতা রাহুল গান্ধি, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিআইএমের সাধারণ সভাপতি সীতারাম ইয়েচুরি, সিপিআই জেনারেল সভাপতি ডি রাজা এবং ডিএমকে নেতা টিকেএস এলানগোভান একত্রিত হয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। “কৃষকরাই ভারত। তাদের পিছু হটানো যাবে না। কৃষকরা সমঝোতা করবেন না। কারণ তাঁরা বুঝেছেন, এক বার যদি এই আইন মেনে নেওয়া হয়, তা হলে তাঁদের ভবিষ্যৎ অন্ধকার। কৃষকদের উদ্দেশে আমার একটাই বার্তা, আপনারা নিজেদের দাবিতে অনড় থাকুন, পুরো হিন্দুস্থান আপনার সঙ্গে রয়েছে।” বৈঠক শেষে বেরিয়ে রাহুল গান্ধি।

RELATED VIDEOS