
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার (Air India Flight Crash) ৪৮ ঘন্টা পর আহমেদাবাদ গেলেন কংগ্রেস নেতৃত্বের প্রতিনিধি দল। গিয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবাকুমার সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এদিন মেঘানিনগরে দুর্ঘটনাস্থল, যে হোস্টেলে বিমানটি ধাক্কা মারে সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন তাঁরা। সেই সঙ্গে আহমেদাবাদের সিভিল হাসপাতালে, যেখানে আহতরা ভর্তি রয়েছে সেখানেও যান তাঁরা। বিমানের একমাত্র আহত যাত্রী সঙ্গে দেখা করার পাশাপাশি মেডিকেল কলেজের আহত পড়ুয়াদের সঙ্গেও দেখা করেন কংগ্রেস নেতৃত্ব। সফর শেষে সাংবাদিক বৈঠকে দুর্ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।
আহতদের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতৃত্ব
মল্লিকার্জুন খাড়গে বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুর্ঘটনা্য় যে সমস্ত যাত্রীর মৃত্যু হয়েছে, তাঁদের আত্মা শান্তি পাক। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। বিমানটি যে মেডিকেল কলেজের হোস্টেলে ধাক্কা মেরেছিল, সেখানে যে তরুণ চিকিৎকদের ও স্থানীয় বাসিন্দাদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা রয়েছে। হাসপাতালে যাঁরা এখনও চিকিৎসারত রয়েছেন তাঁদের দ্রুত আরোগ্যের কামনা করছি। চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি। কোনওরকমের ওষুধ বা চিকিৎসার সরঞ্জাম যদি দরকার হয় সেক্ষেত্রে আমাদের কর্মীরা সর্বক্ষণ সাহায্যের জন্য রয়েছে”।
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ নাগাদ এআই ১৭১ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দরের রানওয়ে ছাড়ার দুই মিনিটের মধ্যে জনবহুল এলাকায় আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী ও ক্রু মেম্বারদের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়। আহত হন একজন যাত্রী। এছাড়া জনবহুল এলাকায় দুর্ঘটনা হওয়ার কারণে মৃত্যু হয় অসংখ্য বাসিন্দা ও কলেজ পড়ুয়ার।