
রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে বাবাসাহেব আম্বেদকর ও বুদ্ধমূর্তি নষ্ট করেছে একদল দুষ্কৃতি। রবিবার সকালে গ্রামবাসীদের নজরে আসতেই শুরু হয় প্রতিবাদ। কার্যত রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। আর তারপরেই ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মহারাজগঞ্জের আমরোহা গ্রামে। যদিও এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকার সন্দেহ রয়েছে। তাঁদের খোঁজও চালাচ্ছে পুলিশ।
আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে নষ্ট করেছে দুষ্কৃতিরা
জানা যাচ্ছে, আমরোহা গ্রামের রাস্তার পাশেই একটি মাঠ রয়েছে। আর সেই মাঠেই একটি মঞ্চ করে বাবাসাহেব আম্বেদকর ও বুদ্ধমূর্তি বসিয়ে ছিল স্থানীয় প্রশাসন। এদি সকালে গ্রামবাসীরা দেখতে পান বাবাসাহেবের মূর্তি ভাঙচুড় ও বুদ্ধমূর্তি বিকৃত করা হয়েছে। এই দেখেই ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পথ অবরোধ করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ করেন।
ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ
যদিও এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ধৃতরা কেন এই ঘটনা ঘটাল, এর পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।