
মধ্যপ্রদেশের বালাঘাট (Balaghat) জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম ৪ মাওবাদী। যার মধ্যে ৩ জন মহিলা। শনিবার সকাল থেকেই পাঁচামা দাদারের পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল জওয়ানরা। তাতেই মিলল সাফল্য। জওয়ানের সঙ্গে গুলি বিনিময়ে খতম হল মাওবাদী নেতানেত্রীরা। বাকিরা অবশ্য পালিয়ে গা ঢাকা দেয়। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একটি হ্যান্ড গ্রেনেড, একটি রকেট লঞ্চার এবং একটি রাইফেল। এছাড়া একাধিক অস্ত্রের সরঞ্জাম ও বেশকিছু নথিপত্রও উদ্ধার হয়েছে। যদিও এখনও এই অভিযান চালিয়ে যাচ্ছে বাহিনীর জওয়ানরা।
মৃত্যু ৪ মাওবাদী
ইতিমধ্যেই এই অভিযানের কথা স্বীকার করেছেন স্পেশাল ডিজি, নকশাল, পঙ্কজ শ্রীবাস্তব। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই এনকাউন্টারের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ২০২৬-এ দেশকে মাওবাদী মুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা বাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করেছে। এখনও অপারেশন চলছে। কয়েকজন মাওবাদী পালিয়ে গিয়েছে, তাঁদের খোঁজ চলছে।
মাওবাদী নিকেশ অভিযান
এর আগে ছত্তিশগড়, ঝাড়খণ্ডেও একাধিক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে মাওবাদী অধ্যুষিত এলাকা। সবমিলিয়ে এই বছরের মধ্যেই ৫০ জনের বেশি মাওবাদী এখনও পর্যন্ত নিকেশ হয়েছে। তবে এরমধ্যে একাধিক মাওবাদী আত্মসমর্পণও করেছে।