Advertisement
 
শনিবার, জানুয়ারী 31, 2026
সর্বশেষ গল্প
2 months ago

Farmers' Protest | Delhi Highway: কাঁটাতারের ব্যারিকেডে মুড়ল দিল্লি সীমান্ত, রাস্তায় পুঁতে দেওয়া হল পেরেক

ভারত Sarmita Bhattacharjee | Feb 02, 2021 06:42 PM IST
A+
A-

কংক্রিটের ব্যারিকেট, কাঁটাতারের বেড়া আর রাস্তায় পুঁতে রাখা হয়েছে গজাল আর পেরেক; দিল্লির দিকে রোহতাক মুড়ে ফেলা হয়েছে। সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর—দিল্লির ৩ সীমানাকে এভাবেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কৃষক আন্দোলনে যোগ দিতে হরিয়ানা থেকে দিল্লির দিকে আসা সমস্ত গাড়ির চাকা পাংচার করতেই রাস্তায় লাগানো হয়েছে ২ হাজার পেরেক। কংক্রিটের ব্যারিকেডের পরেও রয়েছে ৩-৪ স্তরের কাঁটাতারের বেড়া, আবার কংক্রিটের ব্যারিকেডের মাঝেই ঢালাইয়ের কাজ চলছে। শুধু এখানেই শেষ নয়, ব্যারিকেডের পিছনে পুলিশের গাড়ি এবং বাস দাঁড় করানো রয়েছে; সিঙ্ঘু সীমানা যেন আন্তর্জাতিক সীমান্ত। দিল্লির সীমান্তে কৃষকদের বিক্ষোভের স্থানগুলি পুলিশের কড়া প্রহরায় দুর্গে পরিণত হয়ে যায়, ব্যারিকেড আরও জোরদার হয়ে পড়ে। পুলিশের নজরদারিতে কৃষকেরা সিংঘু সীমান্তের মূল সড়কের একটি প্রান্তে দুই সারি সিমেন্টের বাধার মধ্যে লোহার রডগুলি নিক্ষেপ করতে দেখা যায়, যার ফলে আন্দোলনস্থলে নিরাপত্তা অনেক বেশি বেড়ে যায়।

RELATED VIDEOS