Close
Advertisement
 
সোমবার, ডিসেম্বর 02, 2024
সর্বশেষ গল্প
52 minutes ago

Farmers’ Protest | ‘Chakka Jam’: ৬ জানুয়ারি কৃষকদের 'চাক্কা জ্যাম'-র আঁচ পড়বে দেশজুড়ে

ভারত Sarmita Bhattacharjee | Feb 05, 2021 02:18 PM IST
A+
A-

৬ ফেব্রুয়ারি 'চাক্কা জ্যাম', আইনশৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভায় আলোচনা হয়েছে। কৃষকদের 'চাক্কা জ্যাম'-র দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভাকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চাক্কা জ্যামের দিন রাস্তায় ৩ ঘণ্টার অবরোধ চলবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সারা দেশের সব জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ সমস্ত রাস্তা অবরোধ করা হবে। দিল্লিতে সেভাবে প্রভাব না পড়লেও সারা দেশে আন্দোলনের আঁচ পড়বে। রাস্তাঘাটে যেসমস্ত গাড়ি চলাফেরা করবে, তারাই প্রতিবাদকারীদের হাতে তুলে দেবে খাবার এবং জল। প্রতিবাদকারীদের হাতে তুলে দেওয়া হবে ছোলা-বাদাম। মথুরায় বড়সড় জমায়েতের সম্ভাবনা রয়েছে। ৩১ কোম্পানি আধাসামরিক বাহিনী অতিরিক্ত ২ সপ্তাহের জন্য মোতায়েন করা হয়েছে দিল্লি-এনসিআর সীমান্তে। যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে দাঁড়িয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে আধাসামরিক বাহিনীকে। তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৬ নভেম্বর থেকে দিল্লির সীমান্তে আন্দোলন চালাচ্ছেন কৃষকেরা। ২৬ জানুয়ারি ট্রাক্টর ব়্যালির আয়োজন করা হয়, সেই মিছিল থেকে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় রাজধানীর বুকে।

RELATED VIDEOS