Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 16, 2025
সর্বশেষ গল্প
5 minutes ago

Delhi Is World's Most Polluted Capital: বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি, দেশের ২২টি শহর রয়েছে বিপদসীমার নীচে

ভারত Sarmita Bhattacharjee | Mar 17, 2021 04:47 PM IST
A+
A-

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে দিল্লি, ২০২০-র এই সমীক্ষা অনুযায়ী ১০৬টি দেশের মধ্যে বায়ুদূষণের নিরিখে তৃতীয়তে ভারত। বিশ্বে বায়ুদূষণ নিয়ে এই রিপোর্টটি প্রকাশ করেছে সুইজারল্যান্ডের সংস্থা  ‘IQAir’, ১৬ মার্চ রিপোর্টটি প্রকাশিত হয়েছে। ২০১৯-২০-র তুলনায় বায়ুদূষণের মাত্রা বেশ কিছুটা কমলেও ভারতে এখনও মাত্রাতিরিক্ত দূষণ রয়েছে বলে জানাচ্ছে  ‘IQAir’। ভারতে বাযুদূষণের সবথেকে বড় কারণ যানবাহন থেকে নির্গত ধোঁয়া, বিদ্যুৎ তৈরি, কলকারখানা, চাষাবাদ, রান্নার কাজ, বর্জ্যপদার্থ জ্বালানো। বিশ্বের সবচেয়ে দূষিত ৩০টি শহরের মধ্যে ভারতের রয়েছে ২২টি শহর। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে জনবহুল শহর হল দিল্লি। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১৫ শতাংশ বায়ুদূষণের মাত্রা উন্নতি হলেও তা ভয়ানক পর্যায়তেই রয়েছে এখনও। দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানার বিভিন্ন এলাকায় চাষের জমিতে ফসলের গোড়া পোড়ানো হয়, এটি দিল্লির অন্যতম দূষণের কারণ। গাজিয়াবাদ, বুলন্দশহর, বিসরাখ জালালপুর, নয়ডা, ভিওয়ান্ডি- এই পাঁচটি শহর সবথেকে দূষিত শহর দেশের। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে চিনের শিনজিয়াংকে।

RELATED VIDEOS