
অ্যাপের মাধ্যমে গাজিয়াবাদের (Ghaziabad) বিভিন্ন হোটেলে রুম বুক করে চলত অশ্লীল ভিডিয়ো চ্যাট। আর সেই চ্যাটের মাধ্যমে মাসে লক্ষাধিক টাকা করত একটি চক্র। বিগত কয়েকদিন ধরেই এই অভিযোগ আসছিল থানায়। শুক্রবার রাতে একটি হোটেলে অভিযান চালায় গাজিয়াবাদ সাইবার ক্রাইম পুলিশ। আর তারপরই পুলিশে হাতে ধরা পড়ল দুই তরুণী, এক যুবক সহ মোট তিনজন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ সহ একাধিক জিনিসপত্র।
গ্রেফতার ৩ অভিযুক্ত
জানা যাচ্ছে, ঘন্টাঘর কোতয়ালি এলাকায় হোটেল মহাদেবে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশসূত্রে খবর, এই চক্রে যুক্ত তরুণীরা অর্ধনগ্ন হয়ে একটি অ্যাপে অশ্লীল ভিডিয়ো চ্যাট করে টাকা রোজগার করত। এই চক্রে যুক্ত তরুণীদের মাসিক আয় ২০-২৫ হাজার টাকা। এই অ্যাপে টাকা দিয়ে সাবস্ক্রাইব করতেন অনেকেই।
তদন্ত জারি রেখেছে পুলিশ
সেই সাবস্ক্রিপশনের টাকা ও সুপারচ্যাটের মাধ্যমে টাকা কামাত এই অ্যাপের কর্তৃপক্ষ। তদন্তসূত্রে পুলিশ জানতে পেরেছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও অনেক তরুণী এরকম অশ্লীল ভিডিয়ো বানাচ্ছে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়। ফলে এই চক্রের হদিশ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।