গুজরাতের ৪টি ব্যস্ত শহরে কোভিড-১৯ সংক্রমণ রুখতে নৈশ কার্ফুর সময়সীমা বাড়াল সরকার। আহমেদাবাদ, সুরাত, ভাদোদরা এবং রাজকোটে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৩১ মার্চ অবধি কার্ফু জারি থাকবে। এর আগে কার্ফুর সময় ছিল রাত ১২টা থেকে ভোর ৬টা। বিজয় রূপানির নেতৃত্বে করোনাভাইরাস টাস্ক-ফোর্সের কোর কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। "করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে।" বিবৃতি দিয়ে জানিয়েছে গুজরাত সরকার। দর্শকের উপস্থিতি ছাড়াই ভারত বনাম ইংল্যান্ডের আগামী তিনটে টি-২০ ম্যাচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে বলে জানাল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। ১৫ মার্চ আহমেদাবাদ পুরসভাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাত ১০টার পর সমস্ত রেস্তরাঁ, শপিং মল-সহ জমায়েতের জায়গা বন্ধ করে দিতে হবে। ১৫ মার্চ গুজরাতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৮৯০, সবমিলিয়ে মোট আক্রান্ত ২,৭৯,০৯৭। গত মাসে রাজ্যে নতুন করে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০০। সুরাতে করোনার প্রকোপ ছিল সবচেয়ে বেশি, এরপর ধাপে ধাপে আহমেদাবাদ, ভাদোদরা, রাজকোটে আক্রান্তের সংখ্যা নজরে এসেছে। অন্যদিকে মধ্যপ্রদেশ সরকার ভোপাল এবং ইন্দোরে নৈশ কার্ফু জারি করেছে ১৭ মার্চ থেকে।