
Air India Plane Crash Compensation: গত বৃহস্পতিবার আমেদাবাদে হওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু এক কোটি টাকা (85 হাজার পাউন্ড) ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল এয়ার ইন্ডিয়া (Air India)। কিন্তু সেই আর্থিক ক্ষতিপূরণ পেতে কিছুটা সময় লেগে যেতে পারে। আর তাই এই কঠিন সময়ে মৃতদের পরিবারবর্গের পাশে দাঁড়াতে এখনি অতিরিক্ত ২৫ লক্ষ টাকা বা ২১ হাজার গ্রেট ব্রিটেন পাউন্ড দেওয়ার কথা জানাল এয়ার ইন্ডিয়া। এই বিপদের মুহূর্তে মৃতদের পরিবারদের যাতে আর্থিক দিক থেকে কোনওরকম অসহায়তা তৈরি না হয় এই কারণেই ২৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বর দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ২৪০ জন যাত্রী মারা গিয়েছেন। পাশাপাশি বিমানটি যেখানে ভেঙে পড়ে সেখানে ৩০ জন মারা গিয়েছেন। এই ক্ষতিপূরণের সব টাকা পাবেন দুর্ঘটনার পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়া বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশও।
AI171-র নম্বর পরিবর্তন হচ্ছে
সব মিলিয়ে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় মৃত্য়ুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জন। এদিকে, ১৭১ নম্বর সংখ্যাটাকে তাদের বিমানের নম্বর হিসেবে বিদায় জানাতে চলেছে এয়ার ইন্ডিয়া। AI171 নম্বরটার কথা মনে করে যাতে যাত্রীরা আতঙ্কে না থাকেন, তাই এই সিদ্ধান্ত। আমেদাবাদ-লন্ডনের মধ্যে চলাচলকারী এয়ার ইন্ডিয়ার বিমানের নতুন নম্বর হতে পারে ১৫৯ (AI159)।
আমেদাবাদ দুর্ঘটনা কাণ্ডে ফের ক্ষতিপূরণ ঘোষণা এয়ার ইন্ডিয়ার
#AirIndia will provide an interim payment of Rs 25 lakh or approximately 21,000 GBP each to the families of the deceased and to the survivor, to help address immediate financial needs.
This is in addition to the Rs 1 crore or approximately 85,000 GBP support already announced… pic.twitter.com/vFoIyYcox8
— All India Radio News (@airnewsalerts) June 14, 2025
বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছিল ১০ লক্ষ টাকা
প্রসঙ্গত,২০২৩ সালের জুনে ওডিশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সরকারী হিসেবে ২৯৭ জন মারা যান। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল ভারতীয় রেলওয়ে। পাশাপাশি গুরুতর জখমদের ২ লক্ষ টাকা ও, সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল।