হানথিয়াল জেলার মৌদারহ গ্রামে পাথরের খনিতে ধস নেমে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। খনির ধ্বংসাবশেষ থেকে মঙ্গলবার আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে বলে অতিরিক্ত ডেপুটি কমিশনার সাইজিকপুই জানিয়েছেন। তিনি জানান, এ পর্যন্ত ১১টি দেহ উদ্ধার হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। অতিরিক্ত ডেপুটি কমিশনার বলেছেন, বিএসএফ, আসাম রাইফেলস, এনডিআরএফ, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের টিম ওই ব্যক্তির দেহ উদ্ধারের জন্য তল্লাশি জারি রেখেছে। মৃত শ্রমিকদের মধ্যে পশ্চিমবঙ্গের ৫জন শ্রমিক ছিলেন। খনি ধসে পশ্চিমবঙ্গ থেকে মৃত পাঁচজনের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
We will provide job and compensation amount to the families of the five deceased from West Bengal in Mizoram stone quarry collapse incident: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/xTMjpv9rOm
— ANI (@ANI) November 16, 2022