বেঙ্গালুরু: ফাসট্যাগে (FASTag) ১০ টাকা অতিরিক্ত (extra) নেওয়ার জেরে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে (NHAI) আদালতে টেনে নিয়ে গিয়ে আট হাজার টাকা ক্ষতিপূরণ (compensation) আদায় করলেন কর্নাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুর (Bangalore) এক যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর গান্ধীনগর (Gandhinagar) এলাকার ৩৮ বছরের যুবক সন্তোষ কুমার এমবি নিজের গাড়ি নিয়ে চিত্রাদুর্গা (Chitradurga) এলাকার জাতীয় সড়ক দিয়ে ফেব্রুয়ারির ২০ তারিখ ও মে মাসের ১৬ তারিখ দুদিন গেছিলেন। আর দুদিনই ফাসট্যাগ সিস্টেমে ৩৫ টাকার পরিবর্তে ৪০ টাকা করে কাটে।
বিষয়টি বুঝতে পারার পরেই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের বিভিন্ন দফতরে ঘুরে অতিরিক্ত নেওয়া ১০ টাকার জন্য দরবার করতে শুরু করেন সন্তোষ। কিন্তু, তাঁর কোনও চেষ্টাই কাজে আসেনি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রকল্প অধিকর্তার সঙ্গে দেখা করে বিষয়টি সবিস্তারের জানালেও কোনও ফল হয়নি।
বাধ্য হয়ে শেষ পর্যন্ত বিষয়টি নিজের হাতে তুলে নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, চিত্রাদুর্গার প্রকল্প অধিকর্তা এমনকী নাগপুরে অবস্থিত জাস টোল রোড কোম্পানি লিমিটেডের ম্যানেজারের নামে কনজিউমার কোর্টে মামলা করেন সন্তোষ।
আদালতের বিচারক উভয়পক্ষের বক্তব্য শোনার পর শেষে সন্তোষ কুমারের পক্ষেই রায় দেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সন্তোষের থেকে নেওয়া অতিরিক্ত ১০ টাকা ফেরত দিতে বলার পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে আট হাজার দেওয়ারও নির্দেশ দেন তিনি। আরও পড়ুন: Sachin Pilot Holds Jan Sangharsh Yatra: নিজের দলের সরকারের দুর্নীতির বিরুদ্ধেই জন সংঘর্ষ যাত্রা শচীন পাইলটের! দেখুন ভিডিয়ো
Bengaluru man charged Rs 10 extra on FASTag, drags NHAI to court, gets Rs 8000 as compensationhttps://t.co/yCc7W1MLyt
— IndiaTodayTech (@IndiaTodayTech) May 9, 2023