Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 16, 2025
সর্বশেষ গল্প
9 minutes ago

Clashes Between TMC & BJP At Khejuri: 'নন্দীগ্রামেই দাঁড়াতে হবে', মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Videos Sarmita Bhattacharjee | Jan 20, 2021 12:00 PM IST
A+
A-

ভবানীপুরও তাঁর ভালবাসার জায়গা। অন্যদিকে নন্দীগ্রামের সঙ্গে তাঁর আত্মার টান। দু'জায়গা থেকেই ২১-র নির্বাচনে (2021 West Bengal Assembly Election) প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এনিয়ে ইতিমধ্যেই মাননীয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাঁর স্পষ্ট বার্তা, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে ৫০ হাজার ভোটে পরাজিত করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন বিজেপি নেতা। এই রাজনৈতিক বার্তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার হেঁড়িয়ার সভা থেকে শুভেন্দু বলেন, "তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে হতাশাগ্রস্থ লাগছে দলের ভবিষ্যত নিয়ে। নন্দীগ্রামে যারা শহিদ হয়েছিলেন, তাদের নাম কাগজে দেখে পড়তে হল ওনাকে।" শুধু এখানে বলেই ক্ষান্ত থাকেননি শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, ভবানীপুর নাকি নন্দীগ্রাম। কোন এলাকা থেকে মাননীয়া দাঁড়াবেন তা স্থির করার জন্য। মমতা ব্যানার্জির দু'জায়গায় প্রার্থী হিসেবে দাঁড়ানো নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

RELATED VIDEOS