Close
Advertisement
 
সোমবার, ডিসেম্বর 23, 2024
সর্বশেষ গল্প
55 minutes ago

Burdwan BJP Clash: গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত বর্ধমান, নতুন বনাম পুরনো কর্মীদের লড়াই

Videos Sarmita Bhattacharjee | Jan 22, 2021 02:05 PM IST
A+
A-

গোষ্ঠীসংঘর্ষের জের, উত্তপ্ত হয়ে উঠল পূর্ব এবং পশ্চিম বর্ধমান; বিজেপির জেলা কার্যালয়ে একটি শিবিরের সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বচসার জেরে মোটরবাইক এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দীকে মারধর করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের আসানসোলেও বিজেপি-র অন্তর্দ্বন্দ্বের জেরে যুব মোর্চার বৈঠক অশান্ত হয়। ঘটনাস্থলে হাজির ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও। বিজেপির পতাকা নিয়ে একদল কর্মী সমর্থক বর্ধমান শহরের ঘোড়দৌড় চটি এলাকায় দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। বিজেপির নতুন এবং পুরনো কর্মীদের মধ্যে বিবাদের জেরেই সংঘর্ষ শুরু হয়, শুরু হয় ইটবৃষ্টি। ইটবৃষ্টির জেরে জেলা কার্যালয় বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। নতুন দলীয় কর্মীদের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেন পুরোনো কর্মীদের, যাদের বিরুদ্ধে লড়াই করা হত তাদেরই দলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

RELATED VIDEOS