ক্রিসমাস মানেই উপহার পাওয়ার দিন। সে সিক্রেট স্যান্টাক্লজই হোক আর সামনে এসে হাতে হাতে উপহার তুলে দেওয়া স্যান্টা, গিফট কিন্তু আপনারই থাকছে। বড়দিন মানে ছোটদের আনন্দের সীমা নেই। রাতে হইহল্লা করে ঘুমিয়ে পড়ার পর ক্রিসমাসের সকালে চোখ খুলতেই বালিশের পাশে উঁকি মারছে বর্ণময় রিবনে বাঁধা গিফটের বাক্স। বড়দিন মানে আট থেকে আশি সবার কাছে কেক-ওয়াইন-ক্রিসমাস ট্রি নিয়ে মেতে ওঠা। আর অবশ্যই স্যান্টার থেকে পাওয়া গিফটের আনন্দ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দও অনেক ফিকে হয়ে আসে। তবে উপহার পেতে কার না ভাল লাগে। সেখানে বয়স বাদ দিয়ে আনন্দটাই প্রাধান্য পায়। তাই শুধু ক্রিসমাস নয় বক্সিং ডে (Boxing Day) নিয়েও রয়েছে অনেক স্বপ্ন। ক্রিসমাস অর্থাৎ বড়দিনের পরের দিন ২৬ ডিসেম্বরই হল বক্সিং ডে। ক্রিসমাস পার্টিতে আনন্দের আতিশয্য তো কম কিছু হয় না। ক্রিসমাস ইভে থ্যাংক্সগিভিং ডের ফ্যামিলি ডিনারও মনে রাখার মতো। তবে ক্রিসমাসের রাত বছর শেষের বর্ণময় রাতের একটা।