Close
Advertisement
 
বুধবার, ডিসেম্বর 18, 2024
সর্বশেষ গল্প
4 hours ago

BJP Leader Meets Prasenjit Chatterjee: মিঠুন চক্রবর্তীর পর প্রসেনজিৎ চ্যাটার্জির বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Feb 17, 2021 10:53 AM IST
A+
A-

রাজ্যে বিধানসভা নির্বাচন একেবারে দোরে কড়া নাড়ছে। ভোটযুদ্ধে নামতে রাজনৈতিক দলগুলি ঘর গোছাতে শুরু করেছে পুরোদমে। এই কাজে সবথেকে বেশি এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। সরস্বতী পুজোর সকালে মুম্বইতে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে যান আরএসএস প্রধান মোহন ভাগবৎ। স্বাভাবিক ভাবেই মহাগুরুর বিজেপি যোগ নিয়ে জল্পনা বাড়ে। মোহন ভাগবত সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়ালেও মিঠুন জানান, আরএসএস প্রধানের সঙ্গে তাঁর আধ্যাত্মিক যোগ রয়েছে। এতে রাজনৈতিক যোগ নেই। তবে হাওয়া যেভাবে উল্টো বইছে তাতে মিঠুনের এহেন বক্তব্যে আস্থা কেউ রাখেননি বললেই চলে। তবে সরস্বতী পুজোয় বিজেপির মাস্টার স্ট্রোক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। এদিন রাতেই তাঁর টালিগঞ্জের বাড়িতে গেলেন ডক্টর অনির্বাণ গঙ্গ্যোপাধ্যায়। এই অনির্বাণবাবু হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের অন্যতম সদস্য। মঙ্গলবার বেশ রাত করেই টলিউডের এই বিশিষ্ট অভিনেতার বাড়িতে যান তিনি। বিষয়টি যখন সবার নজরে আসে তখন রাত বেড়েছে। ঠিক কী কারণে অনির্বাণ গঙ্গ্যোপাধ্যায় আচমকা বুম্বাদার বাড়িতে গেলেন তা স্পষ্ট নয়। এনিয়ে প্রসেনজিতের প্রতিক্রিয়াও মেলেনি।

RELATED VIDEOS